সরকারি জায়গায় কাউন্সিলরের স্থাপনা, ইউএনও’র পরিদর্শন

কেশরহাট প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার পান বাজারে প্রায় তিন যুগ আগে সরকারিভাবে নির্মিত ছয়টি টিনশেডের একাংশ দখলের চেষ্টা চালান দুই কাউন্সিলর। শুক্রবার সকালে কেশরহাট পৌরসভার ২ কাউন্সিলর অবৈধভাবে ইট দিয়ে ঘর নির্মাণ করা শুরু করলে স্থানীয় জনতা এ কাজে বাধা দেয়।
এবিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়। এরপর দিন ২১ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা কেশরহাট পান বাজার পরিদর্শন করেন এবং সেখানে প্রতিদিন যে সমস্ত ব্যবসায়ীরা অস্থায়ী ভাবে দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের কথা শোনেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর