সর্বশেষ সংবাদ :

পূজা উপলক্ষে ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত এই বন্দরের মাধ্যমে কোনো ধরনের পণ্য আনা নেওয়া হবে না। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 

 

হিলি স্থলবন্দর কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, আগামীকাল শুক্রবার থেকে মহাষষ্ঠীর মাধ্যমে সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে। তাই আজ বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

 

সানশাইন / শামি


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ | সময়: ৫:৪০ অপরাহ্ণ | Daily Sunshine