বিভিন্ন জেলা-উপজেলায় শেখ রাসেল দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে এবং “শেখ রাসেল দ্বীপ্তময় নির্ভিক নির্মল দূর্জয়” এই প্রতিপাদ্যে কর্মসূচির মধ্যেছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, শোভাযাত্রা, আলোচনা সভা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
পবা উপজেলা: এদিন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় পবা উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মান সহযোগিতায় “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার” ভিত্তিপ্রস্তর স্থাপন এর ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নাম ফলক উন্মোচন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত কর্মসুচিতে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।
উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম প্রমুখ।
গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, শিক্ষার্থী অর্থি হক দীনাসহ অন্যরা।
পত্নীতলা: উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার কুলসুম বেগম, উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কালাম আজাদ প্রমুখ।
বদলগাছী: র‌্যালি ও পুষ্পস্তবক অর্পন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।
মান্দা: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
বাঘা: উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত বটমূল চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: জুয়েল আহাম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। এদিকে উক্ত অনুষ্ঠান শেষে আ’লীগের দলীয় কার্যালয়ে পৃথক ভাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ-সহ কেক কর্তন, দোয়া ও আলোচনা সভা করেছেন বাঘা উপজেলা আওয়ামীলীগ ও আড়ানী পৌর মেয়র মুক্তর আলী। এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং আওয়ামী সকল সহযোগী সংগঠন।
নওগাঁ: এদিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মওলা। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং সাবকে অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান। বক্তব্য শেষে বাংলাদেশ শিশু একাডেমি এবং জেলা প্রশাসন শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হাই সিটুসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর: র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) রূপম সাহা, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, সুভাস সরকার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল হোসেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বই ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা যুবলীগ: শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু ও আরিফুল ইসলাম রাজা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক গোলাম মুর্শেদ মূসা, সাবেক উপ-দপ্তর সম্পাদক নয়ন আকতার, সহ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সদস্য মুক্তার হোসেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সহসভাপতি স্বপন ইসলাম, পবা উপজেলাা যুবলীগ গবেষনা সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক শফিকুল চৌধুরী, হড়গ্রমা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা পিন্টু প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ