মান্দায় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

মান্দা প্রতিনিধি: একমাত্র উপজেলা নিয়ে গঠিত নওগাঁর মান্দা আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পদচারণা ততই বাড়ছে। সম্ভাব্য এসব প্রার্থীরা মাঠ গরম করতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের শুভেচ্ছা সংম্বলিত ফেসটুন সাঁটানো হচ্ছে বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে।
এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেতে গণসংযোগ করছেন আলতাফ হোসেন মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। জোটভূক্ত থাকায় এ আসনে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টির কোনো প্রার্থী অংশ নিতে পারেননি। তবে এবারের নির্বাচনে জোটের বাইরে দলটি এককভাবে অংশ নেবে এমন আভাস পাওয়ায় গণসংযোগ করছেন আলতাফ হোসেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার রাজনীতি জীবন শুরু। একসময় জাতীয় পার্টির চরম দুর্দিন গেছে। সেই দুঃসময়ে দলের পদধারী নেতাদের খুঁজে পাওয়া যায়নি। চরম প্রতিকুলতার মধ্য দিয়েও নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য দিনরাত কাজ করেছি। দল এখন অনেক সুসংগঠিত। এবারের নির্বাচনে দল এককভাবে অংশ নিলে সেক্ষেত্রে এ আসনে আমার প্রার্থীতা নিশ্চিত।
আলতাফ হোসেন আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মান্দার আনাচে-কানাচে ঘুরে মানুষের দুঃখ-দুর্দশার চিত্র দেখেছি। আধুনিক মান্দা হবে ভবিষৎ প্রজন্মের অহংকার। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ গড়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য।


প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ | সময়: ৫:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ