সর্বশেষ সংবাদ :

পবায় মরিচ ক্ষেতের সঙ্গে শত্রুতা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে পারিবারিক শত্রুতার দ্বন্দ্বে ভাগিনার মরিচ ক্ষেতের মরিচের গাছ কেটে ও উপড়ে ফেলে নষ্ট করেছে আপন দুই মামা। এবিষয়ে মরিচ চাষী সোহেল রানা বাদি হয়ে দামকুড়া থানা থানায় অভিযোগ হয়েছে। এছাড়াও পবা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানি দিঘী এলাকার সাইদুর রহমানের ছেলে সোহেল রানা দুই বিঘা জমিতে মরিচ চাষ করে আসছিলেন। রোববার বেলা ১১টার দিকে আপন মামা গোলাপ হোসেন ও আলতাফ হোসেন মিলে দামকুড়া থানার মেদোবাড়ী মোজার পাইকপাড়া এলাকার রেললাইনের পূর্বপাশে প্রায় দেড় বিঘা জমির মরিচের গাছ কেটে ও উপড়ে ফেলে নষ্ট করে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নগরীর দামকুড়া থানার এস আই জান্নাতুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ | সময়: ৫:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ