কেশরহাট পৌর ছাত্রলীগের সম্পাদকসহ ৩ জনের জেল

কেশরহাট প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলমসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। শনিবার দুপুরে পৌরসভার বাকশৈল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে শাহিন আলমকে আটক করা হয়। আটক শাহিন আলম বাকশৈল গ্রামের আব্দুল আলিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার মাদক প্রতিরোধে মোহনপুরের বিভিন্ন স্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কেশরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলমকে গাঁজাসহ বাড়ির পাশ থেকে আটক করে। পরে শাহিনসহ অপর দুইজনকে আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত শাহিনকে ২০ দিনের এবং অপর দুইজনকে এক মাস করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ