আলু-পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় দুই দোকানির জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলু ও পেঁয়াজের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বৃহস্পতিবার সরকার আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেটি নিশ্চিতের জন্যই আজকে বাজারে অভিযান চালানো হয়। সরকারের আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আজকের অভিযানে আলু ও পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় মেসার্স টুটুল এন্টারপ্রাইজকে ৫০০ টাকা ও অমিন টেডার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ | সময়: ৩:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ