বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন সংস্কৃতি সচিব

স্টাফ রিপোর্টার: সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এসময় তিনি প্রদর্শনী গ্যালারি ছাড়াও জাদুঘরের অন্যান্য অংশ পরিদর্শন করেন। পরে তিনি উপাচার্যের দায়িত্বরত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমদের সাথে এক আলোচনায় মিলিত হন। এসময় রাবির পক্ষ থেকে জাদুঘরের অবকাঠামোগত উন্নয়নসহ এর সম্প্রসারণের বিষয়ে সরকারের সহযোগিতা চাওয়া হলে সচিব সে লক্ষ্যে একটি বিস্তারিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে পরামর্শ দেন। এসময় সচিব জাদুঘরের বর্তমান প্রদর্শনী গ্যালারি সম্প্রসারণ করে অপ্রদর্শিত সংগ্রহ প্রদর্শনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের পরামর্শ দেন।
এসময় অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ