সর্বশেষ সংবাদ :

জিআইজেড এর এক্সেস টু সোস্যাল সার্ভিস প্রকল্পের ফেইজ আউট সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
জিআইজেড এর এক্সেস টু সোস্যাল সার্ভিস প্রকল্পের ফেইজ আউট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকতৃা ড. এ.বি.এম শরীফ উদ্দিন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীন অভিবাসনের নগর ব্যবস্থাপনা জিআইজেডের এর কারিগরি সহায়তায় আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ/আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এ্যান্ড লাইভলিহুড প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলমেন্ট, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান রয়েছে।

 

 

 

সভায় অংশীজনরা রাজশাহী মহানগরীতে প্রকল্পটি পাইলট আকারে ১৯নং ওয়ার্ডে সফলভাবে পরিচালিত হয়েছে। প্রকল্পটির মেয়াদ শেষে আবারও বৃহত্তর পরিসরে সমগ্র মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।প্রকল্পের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখতে ১৯নং ওয়ার্ডের প্রকল্প সংশ্লিষ্ট সকল উপকরণাদি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হস্তান্তর করা হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্ববধানে জিআইজেড বাংলাদেশ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হয়। এ প্রকল্পের অধীন দেশের ৫টি নগরের জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নকল্পে এ প্রকল্পটি চলমান রয়েছে। জলবায়ু অভিবাসী শহরে অতি দরিদ্র জনগোষ্ঠী এবং সরকারি সামাজিক সেবাসমূহের প্রবেশাধিকার বৃদ্ধি, তাদের জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত করছে। রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে ইনফরমেশন হাব স্থাপন করা হয়েছে। যেখানে একই ছায়াতলে সকল বিষয়ে তথ্যসেবা প্রাপ্ত হয়ে সকলে উপকৃত হচ্ছে। তথ্য নিবন্ধন এই বুথে এই ওয়ার্ডের ৪৪৯ জন জলবায়ু অভিবাসীর তথ্য নিবন্ধন করা হয়। একই সাথে ১৪১৫ জন সেবা গ্রহিতাকে তথ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও এনড্রয়েড সাইনেজ স্থাপন করা হয়েছে।

 

 

 

 

ই-সলভ লিমিটেডের আয়োজনে সভায় স্বাগত বক্তব্য দেন জিআইজেডের সিটি এডভাইজার মোঃ আকতারুজ্জামান রানা। আরো বক্তব্য দেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামারুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, কর্মশালায় শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, মেট্রো থানা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সৈয়দ আলী রেজা, জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক মোঃ হান্নান।

প্রকল্পের ইমপ্লিমেন্টেশন অফিসার হোসনে আরা বেবির সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন ই-সলভ লিমিটেড প্রকল্পের ইমপ্লিমেন্টেশন অফিসার মোসাঃ আরজু খাতুন। কর্মশালায় ই-সলভের ইমপ্লিমেন্টেশন অফিসার ফারজানা আখতার রোজী, রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, পরিবেশন উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের কমকর্তা, সিডিসির নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩ | সময়: ৬:৫০ অপরাহ্ণ | Daily Sunshine