সর্বশেষ সংবাদ :

লালপুরে মহানন্দা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুর উপজেলার বড়াল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে উর্মি বেগম (২০) নামের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উর্মি বেগম লালপুর উপজেলার ধুপইল চকপাড়া এলাকার মো: মিনাল এর স্ত্রী ও তার ৬ মাসের একটি সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দয়ারামপুর স্টেশনের স্টেশন অফিসার ও ওয়ার হাইজ ইন্সপেক্টর মঞ্জুরুল আলম জানান, উর্মি বেগম গোসল করতে যায়। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় শত শত জনগন তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দয়ারামপুর স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্মরনাপন্ন হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুরর রাজ্জাকের নেতৃত্বে ও ড্রাইভার রনি চালনায় একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন। এক ঘন্টা খোজাখুজির এক পর্যায়ে ডুবুরী আরমান, রিপনের, সহযোগীতায় ডুবুরী খোরশেদ উর্মিকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যর নিকট উর্মির লাশ হস্তান্তর করা হয়।


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর