সর্বশেষ সংবাদ :

রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে বঙ্গমাতা ৯৩তম জন্মদিন উদ্যাপন

স্টাফ রিপোর্টার:
রাজশাহী সরকারি মহিলা কলেজের, উদ্যোগে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় “বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উদ্যাপন” উপলক্ষ্যে কলেজ চত্বরের মঙ্গলবার (৮ আগস্ট )সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

 

উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

 

 

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’। তিনি বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়েছিলেন।” অনুষ্ঠানের শেষে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine