পবায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করার লক্ষ্যে রাজশাহীর পবায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এসময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার ভুমি অভিজিত সরকার, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাসির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
উপস্থিত ছিলেন পরিবার ও পরিকল্পনা অফিসার সোহেল রানা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, ইউআরসি ইনট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন প্রতিনিধি মুসলেহুদ্দীন, বন ও পরিবেশ কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিনসহ শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ