বাথরুমের বালতিতে পড়ে শিশুর মৃত্যু

সাপাহার প্রতিনিধি: মঙ্গলবার সকালে সাপাহার উপজেলা সদরের জয়পুর মাস্টার পাড়ায় বাথরুমের পানি ভর্তি বালতিতে পড়ে মাহমুদুল হাসান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মাহমুদুল ওই পাড়ার ভাড়াটিয়া ইব্রাহীম হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার তাঁতইর গ্রাম ও তাঁতইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহীম হোসেন সাপাহার উপজেলা সদরের জয়পুর মাস্টার পাড়ায় ভাড়া থাকেন। ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে বাথরুমে পানি ভর্তি বালতি রেখে শিশুটির মা বাসা বাড়ীর কাজে ব্যস্ত ছিলেন। খোলা ছিল বাথরুমের দরজা।
এ অবস্থায় শিশু মাহমুদুল সবার অজান্তে বাথরুমে পানি ভর্তি বালতিতে উবু হয়ে পড়ে যায়। অবশেষে বালতি হতে উঠতে কিংবা চিৎকার করতে না পারায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পরে বাথরুমে গিয়ে মা শিশুটিকে বালতিতে উবু হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। শিশুর এই মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে মহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ | সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর