পুঠিয়ায় হাট ইজারাদার সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অবসর প্রাপ্ত সেনা সদস্য ল্যাঃ করর্পোরাল নাজমুল ইসলাম সুমন ও ঝলমলিয়া হাট ইজারাদারের উপর অতর্কিত নৃশংস হামলার প্রতি বাদে মানবন্ধন পালন করেছে অবসরপ্রাপ্ত সসস্ত্র বাহিনী ঐক্যজোট রাজশাহী, ঝলমালিয়া ও সর্বস্তরেরজনসাধারণ।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন পুঠিয়া উপজেলা পরিষদের প্রধান ফাটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন হামলার শিকার নাজমুলামের বাবা নজরুল ইসলাম ইয়াহিয়া সহ অবসারপ্রাপ্ত সেনা সদস্যরা।
বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসেনর প্রতি জোর দাবি জানান। এছাড়াও এসব সন্ত্রাসী কার্মকান্ডের সাথে জড়িতদের সহযোগিতা যারা করবে তাদের প্রতি হুশিয়ারীদেন বক্তারা।
উল্লেখ্য, গত রবিবার বিকাল ৫টায় সৈয়দপুর থেকে ঝলমলিয়া আসার পথে মধুখালি ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু দুর্বত্তকারীরা চাইনিজ কুড়া ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে এলকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এসময় তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে। ঐদিন রাতে ২০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন সুমনের বাবা নজরুল ইসলাম (এহিয়া)।
এ ঘটনায় সাকিবুর রহমান মিঠু, রিপন ও নিয়ামুল হক জুয়েল রানাকে ঘটনার পরপরই গ্রেফতার করেছেন পুঠিয়া থানা পুলিশ।
মামলার আসামিরা হলো, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩০), নিয়ামুল হক জুয়েল (৩৫), রিপন (২৮), টাইপ (২৮), হামিদ হাসান (২২), মিম সরকার (২২), মেহেদী হাসান (২৮), হাসিবুল হোসেন শান্ত (২৫), মাসুদ রানা (৩২), মোনায়েম খান (৪৫), খোকন (৩০), মিঠু (৩২), মিলন (২৮), আবুল বাসার (৩২), মাহফুজুর রহমান ডলার (৪০), জয় (২৩), আব্দুল মান্নান (৪২), শরিফুল ইসলাম সেন্টু (২৬) ও সাজ্জাদ (২৮)। আসামিদের সকলের বাড়ি পুঠিয়ার পুঠিয়ার ঝলমলিয়া ও জিউপাড়া এলাকায়। বর্তমানে সুমন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।


প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর