সর্বশেষ সংবাদ :

র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো পাঁচে ওঠার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে খেলে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঈদুল আজহার পর একই প্রতিপক্ষের বিপক্ষে আছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে কেমন করবে টাইগাররা?
আগেভাগেই একটা সুখবর ঘুরে বেড়াচ্ছে বাতাসে। ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে অর্থাৎ ৩-০ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ে সেরা পাঁচে ঢুকে যাবে বাংলাদেশ। এর আগে গত বছর মার্চে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠেছিল টাইগাররা। সেটিই এখন পর্যন্ত দলীয় সেরা অবস্থান। তবে এবার সুযোগ থাকছে ইতিহাস গড়ার। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচে চলে আসতে পারে বাংলাদেশ।
বর্তমানে ৯৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত নম্বরে তামিম ইকবালের দল। তাদের ঠিক ওপরে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। দুই দলেরই রেটিং পয়েন্ট ১০১। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড পাঁচ আর দক্ষিণ আফ্রিকা ছয় নম্বরে। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট হবে ১০১। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে তখন পাঁচ নম্বরে উঠে যাবে টাইগাররা। ইংল্যান্ড ছয় আর দক্ষিণ আফ্রিকা নেমে যাবে সাতে।
বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং-র‌্যাংকিং কোনোটাই পরিবর্তন হবে না। তবে ২-১ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতলে, ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। যদিও অবস্থানের পরিবর্তন হবে না, সাতেই থাকবে। কিন্তু বিপদ আছে তিন ম্যাচেই হারলে। তাহলে আফগানিস্তান ৩ রেটিং পয়েন্ট এগিয়ে র‌্যাংকিংয়ে সাতে উঠে যাবে, বাংলাদেশ নেমে যাবে আটে।


প্রকাশিত: জুন ২৭, ২০২৩ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর