আদমদীঘিতে চোলাইমদ গাঁজাসহ দুইজন আটক

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৫০ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমুরী গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে মুনসুর রহমান মন্ডল (৬০) ও নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কালীগ্রামের আয়েত আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫)।
জানা যায়, পুলিশের পৃথক অভিযানে শনিবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইল ফিনিশিং সেন্টার মুরইল এলাকায় বগুড়া টু নওগাঁ মহাসড়কে দক্ষিন পার্শ্বে চোলাইমদ বিক্রি করছিলো মুনসুর রহমান মন্ডল।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে শনিবার সন্ধ্যায় আদমদীঘি রেলওয়ে স্টেশন বাজার তালিমুল কোরআন মহিলা কওমী মাদ্রাসার সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আরিফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মুনসুর ও আরিফুল ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৫:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ