বাগমারার গোবিন্দপাড়া ও আউচপাড়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সচিব আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের হল রুমে এ বাজেট সভা হয়।
এসময় ছিলেন প্যানেল চেয়ারম্যান ফজলুর রহমান, ইউপি সদস্য আফজাল হোসেন, গোলাম মোস্তফা, ফজের আলী, শহিদুল ইসলাম, আলা উদ্দিন, শহিদুল ইসলাম, খোরশেদ আলম, আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অনিমা রাণী, মরিয়ম বিবি, আসমা বিবি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইলিয়াস খন্দকার।
অন্যদিকে ৫ নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আউচপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউপি সচিব রঞ্জন কুমার।
চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি বাজেট ঘোষণা করেন। বাজেটে ৩৪ লক্ষ ৫৩ হাজার ১৯৯ টাকা সম্ভাব্য আয় ও ৯২ লক্ষ ১২ হাজার ৭২৮ টাকা ব্যয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সভায় ছিলেন, সহকারী সচিব শাহিন আলম, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিট অফিসার উপ-পরিদর্শক সেকেন্দার আলী, ইউনিয়ন কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম।


প্রকাশিত: জুন ১, ২০২৩ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ