সর্বশেষ সংবাদ :

বাঘায় প্রযুক্তি নির্ভর পাট উৎপাদনে কৃষকদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ -মে) সকালে বাঘা উপজেলা কৃষি অধিদপ্তরের সভাকক্ষে প্রায় শতাধিক কৃষকদের নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, বাংলাদেশের পাট বিশ্বমান সম্মত বলে এই আঁশকে সোনালী আঁশ বলা হয়। এটি বর্ষার সময় উৎপাদন হয়ে থাকে। বর্তমানে দেশের আর্থ সামাজিক উন্নয়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদনের কোন বিকল্প নাই। তিনি উপস্থিত কৃষকদের অন্যান্য ফসলের পাশা-পাশি প্রতি বছর পাট চাষের জন্য পরামর্শ দেন।

এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন অফিসার শ্রী-অজিত কুমার রায়,উপজেলা সহকারি কৃষি অফিসার কামরুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার কৃষি উপকার ভোগি শতাধিক কৃষক-সহ উপজেলা কৃষি সম্পপ্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।


প্রকাশিত: মে ২৮, ২০২৩ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ | সানশাইন