নগরীতে লিটনের পক্ষে সভা-সমাবেশ অব্যাহত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে নগরীতে সভা-সমাবেশ অব্যাহত রয়েছে।
শনিবার নগরীর নিমতলার মোড়ে সন্ধ্যা ৭.৩০টায় রাজপাড়া থানা মনিটরিং কমিটির নেতৃবৃন্দের সাথে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ঘোষমহাল মহল্লা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য হাফিজুর রহমান বাবু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু। আরো বক্তব্য রাখেন ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদত এস.এম আরিফ রতন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বর্ধিত সভা শনিবার বিকাল ৪টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা : রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার উদ্যোগে বিকাল ৫টায় রেলওয়ে কলোনী কোয়ার্টার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, সহ-সভাপতি মান্নান, বাবু, অতি: সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল, হবি, আরিফুল, প্রচার সম্পাদক রাজু, আরবিআর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক সাদিকুল, শ্রমিক নেতা আকরাম হোসেন সহ রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মে ২১, ২০২৩ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ