লিটনের পক্ষে নগরীজুড়ে প্রচার, লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন(রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে নগরীজুড়ে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও প্রচার অব্যাহত রয়েছে।
রবিবার বিকাল ৫টায় নগরীর ডাবতলার মোড়ে ১৪ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অত্র ওয়ার্ডের নারীদের সাথে, বিকাল ৪টায় নগরীর পুলিশ লাইন স্কুল প্রাঙ্গনে ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত কেশবপুর মহল্লা কমিটির, বিকাল ৫টায় অত্র ওয়ার্ডের কড়ইতলার মোড়ে বুলনপুর মহল্লা কমিটির, বিকাল ৬টায় কোর্ট ঢালান মোড়ে হড়গ্রাম ছিটমহল মহল্লা কমিটির, সন্ধ্যা ৭টায় হেলেনাবাদ প্রাথমিক বিদ্যালয়ে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত রাজপাড়া মহল্লা কমিটির, সন্ধ্যা ৭টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ডিগ্রী কলেজে ১৪ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের, বিকাল ৪.৩০টায় বুধপাড়ার একটি স্কুলে ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের, বিকাল ৫.৩০টায় কমেলা হক ডিগ্রী কলেজে ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, মোকাদ্দেস হোসেন লাবলু, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

মতবিনিময় সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ১৪ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবলুর রহমান বাবু, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাউসান, ১৪ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মহসীন আলী, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ রাব্বেল হোসেন, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল আজিজ, ।
আরো বক্তব্য রাখেন ১৪ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় লিটন, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, ১৪ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অন্তর্গত মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।
এদিকে রবিবার রাত সাড়ে ৮ টায় ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত মহিষবাথান মহল্লা কমিটির, বিকাল ৪টায় সুজানগরে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের, বিকাল ৫.৩০টায় মেট্রোপলিটন কলেজে ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের, সন্ধ্যা ৭.৩০টায় ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত মাস্টারপাড়া, কুচপাড়া, ওমরপুর, বাগানপাড়া মহল্লা কমিটির নেতৃবৃন্দের সাথে, রাত ৮.৩০টায় ১৯ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত খাদ্য গোডাউন, হাজরা পুকুর, শিরোইল কলোনী মহল্লা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, শামসুন্নাহার মুক্তি, আখতারুল আলম, বাদশা শেখ, মুজিবর রহমান, ইউনুস আলী, হাফিজুর রহমান বাবু, মোকাদ্দেস হোসেন লাবলু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।
মতবিনিময় সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাউসান, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসরাইল মন্ডল, ১৯ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজউল হক মঞ্জু।
আরো বক্তব্য রাখেন ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানবক্স, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ১৯ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহানগর যুবলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম জাবু।
এ সময় উপস্থিত ছিলেন সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অন্তর্গত মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।
লিটনের পক্ষে রাজশাহী জেলা মিশুক, সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির লিফলেট বিতরণ : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে উন্নয়নমূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা মিশুক মালিক সমিতির নেতৃবৃন্দ।
রোববার নগরীর রেলগেট জেলা মিশুক মালিক সমিতির প্রধান কার্যালয় থেকে নিউমার্কেট পর্যন্ত রাজশাহী জেলা মিসুক, সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির উদ্যোগে এসব লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মিশুক মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার মিলু, সহ-সভাপতি মো. আহসান হাবিব ও মাসুদ রানা শাহীন, সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু, সহ- সাধারণ সাম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কোষাধ্যক্ষ মো. ওয়ায়েশ, কার্যনির্বাহী সদস্য মীর সাফি সজল, আরিফুল আজমসহ রাজশাহী জেলা মিশুক, সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির সদস্যবৃন্দ।


প্রকাশিত: মে ১৫, ২০২৩ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর