সর্বশেষ সংবাদ :

বাঘায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ বিন মাহী (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম। তিনি বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’
মাহী বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর গ্রামের মিলন আলীর ছেলে। সে বাঘা আব্দুল হামিদ দানেশ মন্দ ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
মাহীর বাবা মিলন আলী জানান, মাহী নিজ বাড়ির পাশের গ্রাম নিশ্চিন্তপুরে একটি পুকুরে এক মামাতো ভাইয়ের সঙ্গে প্লাস্টিকের বোতল নিয়ে সাঁতার শিখতে যায়। পুকুরে নামার পরে প্লাস্টিকের বোতল সরে গেলে মাহী ডুবে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


প্রকাশিত: মে ১১, ২০২৩ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর