বাস মালিক দ্বন্দ্ব : নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বাস মালিক এবং বগুড়া জেলার শাহ ফতেহ আলী বাস মালিক দ্বন্দ্বে নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ দূরপাল্লার যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম জানান, ঈদের আগে নওগাঁ থেকে ঢাকা গামী ৩টি এসি বাস চালু করা হয়। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার রাতে বগুড়া চারমাথায় আমাদের একটি বাস আটকে দেয় বগুড়া শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। এরপর থেকে ঢাকাগামী নওগাঁর বাসগুলো নাটোর হয়ে ঢাকা যাচ্ছে।
অন্যদিকে শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম বলেন, নওগাঁর বাস মালিক গ্রুপ তাদের অভ্যন্তরীণ রুট থেকে প্রায় ৩৫টি বাস বগুড়ার হয়ে ঢাকাতে চলে। এরইমধ্যে নওগাঁ মালিক গ্রুপ হঠাৎ করে আরও তিনটি এসি বাস চালু করে। এর আগে তারা আমাদের একটা বাস চালানোর অনুমতি দেয়নি ফলে তাদের বাস আমরা আটকে দিয়েছি। এদিকে হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ দূরপাল্লার যাত্রীরা।


প্রকাশিত: মে ৪, ২০২৩ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ