সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে আলম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের রানীহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি আলম হত্যা মামলার আরও দুই জন আসামিকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে এ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হলো।
গ্রেপ্তারকৃতরা হলো নয়ালাভাঙ্গা গ্রামের জঞ্জালীর ছেলে মুকুল আলী (৪৭) ও একই এলাকার শাজাহান আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬)।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, আলম হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
ওসি আরও জানান, এর আগে, গত রোববার রাতে রাজু (২৮), বাবলু (৩২) ও দুরুল হুদাকে (৫৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে নতুন দুইজন আসামি মুকুল আলী ও রবিউল ইসলাম সহ পাঁচ জনকে বৃহষ্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গত ১৩ এপ্রিল দুপুরে আলম ঝাপড়া ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে ককটেল ফাটিয়ে গতি রোধ করে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়।


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ | সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ