রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
কেশরহাট প্রতিনিধি : মোহনপুর প্রেসক্লাবের জরুরী সভায় সভাপতি মেরাজুল ইসলাম মতিনকে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র বহির্ভুত কর্মকান্ডে জড়িয়ে পড়ার কারণে বহিষ্কার করে সর্বসম্মতিক্রমে সিনিয়র সহসভাপতি রুবেল সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় জরুরী সভায় রুবেল সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এম মামুন, সহভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি আনসার তালুকদার স্বাধিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন রাসেল, রায়হানুল হক রিফাত, আব্দুল কাদেরসহ অনেকে।
উল্লেখ্য, প্র্রেসক্লাব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মেরাজুল ইসলাম মতিন তার দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ক্লাবের অন্যান্য সদস্যদের হুমকির অভিযোগ উঠে। এছাড়াও সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা মোহনপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হয়েছে। এছাড়া আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।