রাজশাহীতে পুলিশ দম্পতির ওপর হামলার মামলায় আরও ৭ খেলোয়াড়ের জামিন

স্টাফ রিপোর্টার : শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলা মামলায় গ্রেফতার বাকি সাত খেলোয়াড়ও জামিন পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-৩ বিচারক লিটন হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলো, মহানগরীর পাচানি মাঠ এলাকার আলী আজম (১৯), হাজরাপুকুর ডাবতলা এলাকার আকাশ আলী মোহন (২০), মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার খাদিজা খাতুন (১৮), রাজশাহী মহানগরীর বখতিয়ারবাদ মালদা কলোনি এলাকার পাপিয়া সারোয়ার পূর্ণিমা (১৯), ছোটবনগ্রাম উত্তরপাড়ার দিপালী (১৯), বড় বনগ্রাম রায়পাড়া এলাকার সাবরিনা আক্তার (১৯) এবং হাজরাপুকুর ডাবতলা এলাকার রমজান (১৯)। আসামিপক্ষের আইনজীবী মাইনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত সাত আসামিকে জামিন দিয়েছেন। কারাগারে জামিনের কাগজ পৌঁছানোর পর তাদের মুক্তি দেওয়া হয়। কিছু আইনি জটিলতার কারণে তাদের জামিন আবেদন করতে বিলম্ব হয়েছিলো। এর আগে গত সোমকার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক মোহা. হাসানুজ্জামান পাঁচজনের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত রবিবার রাজশাহী রেলওয়ে স্টেশনে জিআরপি পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে যুব গেমসে অংশ নেওয়া ১২ খেলোয়াড়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। পরে ওই ১২ খেলোয়াড়কে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।


প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ