পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রাক্টরসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ৬নং বাঁধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৬ নম্বর বাঁধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ৪ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান এবং বালু বহনের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওসিম (২৮), একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকার সম্ভৃর ছেলে রাজু (৩৪) এবং একই উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মেহেদি (২৩)।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেনের সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের এক মাসের কারাদ্বন্দ্ব প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেইসাথে বালু পরিবহনের সাথে জড়িত একটি ট্রাক্টরও বালু সহ জব্দ করা হয়েছে।


প্রকাশিত: মার্চ ২, ২০২৩ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ