সর্বশেষ সংবাদ :

জাতীয় দলে স্প্যানিশ গোলরক্ষক কোচ

স্পোর্টস ডেস্ক: লেস ক্লিভেলি চলে যাওয়ার পর গোলরক্ষক কোচের দায়িত্ব সামলেছিলেন বিপ্লব ভট্টাচার্য্য। তবে এই পদের দায়িত্ব আবার বিদেশি কোচের কাঁধে তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসছে তিন জাতি টুর্নামেন্টে জিকো-শহীদুলদের কোচ হিসেবে থাকবেন মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো।
আগামী ২০ মার্চ সিলেটে শুরু হয়ে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ খেলবে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে। এই টুর্নামেন্টের জন্য স্পেনের আনিদোকে দায়িত্ব দেওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়েছে বাফুফে। এছাড়া হাভিয়ের কাবরেরার সহকারী হিসেবে দাভিদ গোমেস এবং ফিজিও যোগেশ্বর সেন্থিল কুমার কাজ করবেন।
বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী আনিদো সবশেষ কাজ করেছেন স্পেনের দল সি. পি এলেরতানাভিয়াতে। বার্সেলোনার যুক্তরাষ্ট্রের একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা থাকা গোমেস স্পেনের সি. দি বেলুসোতে ছিলেন।


প্রকাশিত: মার্চ ২, ২০২৩ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর