দেশের প্রথম শহীদ মিনার স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বাহান্নর ভাষা আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে নির্মিত দেশের প্রথম শহীদ মিনার হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।
কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান। বক্তব্য রাখেন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, কলেজের বর্তমান অধ্যক্ষ আব্দুল খালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সিনিয়র ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাষা আন্দলনের শহীদদের স্মরণে নির্মিত রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনের শহীদ মিনার দেশের প্রথম শহীদ মিনার। কিন্তু এটি প্রথম শহীদ মিনার হিসেবে আজও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সেখানে নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানান তারা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ