সর্বশেষ সংবাদ :

কাজাখস্তানের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ইমরানুর

স্পোর্টস ডেস্ক: অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগীর সঙ্গে পেরে উঠলেন না ইমরানুর রহমান। তবে ঠিকই সেমি-ফাইনাল পেরিয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের পদকের লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব।
কাজাখস্তানের আস্তানায় শনিবার ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। তার সমান সময় নিয়ে ফটো ফিনিশিংয়ে প্রথম হয়েছেন কাতারের ফেমি সেউন ওগুনোডে। এদিন সকালের হিটে তিনি সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। এই ইভেন্টে ইমরানুরের সেরা টাইমিং আগে ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর সার্বিয়ার বেলগ্রেদে এই টাইমিং করেছিলেন তিনি।
এই ইভেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।
কাজাখস্তানের ট্র্যাকে আলো


প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ