সিংড়ায় ট্রাক ও অটোভ্যান সংঘর্ষে তিন শ্রমিক নিহত

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক ও অটোভ্যান সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজুরপুর গ্রামের কাঁচু আলী (৫০)। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলার কলম ইউপির পুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু সহ চারজন আহত হয়।
খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কাঁচু আলী ও বিদ্যুৎ হোসেন নামে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাঁচু আলী ও বিদ্যুৎ হোসেন মারা যান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর