বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মাদ্রাসার ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেলা ২টায়। তবে রবিবার সকাল ৭টার পর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকাল ৯টার পরে মাদ্রাসা মাঠের প্রবেশমুখগুলো খুলে দেওয়া হলে ধীরে ধীরে প্রবেশ করতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে জনসভার নিরাপত্তা স্বার্থে সবাইকে আলাদা আলাদাভাবে তল্লাশির পরে মাদ্রাসার মাঠের মধ্যে ঢুকতে দেওয়া হয়।
রাজশাহী মহানগরী ৩০টি ওয়ার্ড রাজশাহী জেলার থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা ময়দানের দিকে আসতে শুরু করে। আর যারা আগে থেকেই মাদ্রাসা মাঠের আশপাশে এলাকায় ছিলেন তারা মূল জনসভাস্থলে ঢুকতে শুরু করে। খন্ড খন্ড মিছিল নিয়ে দফায় দফায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন। এলাকা ভেদে বিভিন্ন রঙের শার্ট, টি-শার্ট ও টুপি পড়ে নানান রকমের বাদ্যযন্ত্র নিয়ে তারা জনসভাস্থলের দিকে রওনা হন। আর নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে মাদ্রাসা মাঠের আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে উঠে দিনভর। পুরো রাজশাহী মহানগরীই এখন যেন মিছিলের নগরীতে পরিণত হয়। জনসভাস্থল ছাড়াও রাজশাহী মহানগরীর প্রতিটি সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।