মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি:
মহাদেবপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশনের দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্প উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
মহাদেবপুর উপজেলা গার্ল গাইডস এ্যাসোসিয়েশন এ ক্যাম্প আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ লুুৎফর রহমান, গার্ল গাইডস এ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের কমিশনার সিরাজুম মুনিরা, নওগাঁ জেলা কমিশনার নিলিমা আকতার জাহান, মহাবেপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খুরশিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। গার্ল গাইডস্ ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহাদেবপুর উপজেলা কমিশনার সেলিনা বানু।
এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গার্ল গাইডস্ শিক্ষক ও গার্ল গাইডস্গণ উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি