রাজশাহীজুড়ে প্রধানমন্ত্রীর আগমনী বার্তা : মিছিলে স্লোগানে মুখর নগরী

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজশাহী আসছেন ২৯ জানুয়ায়ি। প্রধানমন্ত্রীর আগমনের দিন যতো বেশি কাছে আসছে ততোই বেশি উৎসবের নগরীতে পরিণত হচ্ছে রাজশাহী। জোর আয়োজন চলছে প্রধানমন্ত্রীকে বরণ করতে। শুক্রবার রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার রাজশাহী মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ডে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় ২০ ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে নগরীর শিরোইল স্টেশন চত্বর থেকে শুরু হয়ে কামারুজ্জামান চত্বর, নিউমার্কেট, রানীবাজার ঘুরে সাগরপাড়া বটতলার মোড়ে, ১২ ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট, বড়কুঠি পাড়া, ফুদকিপাড়া, কুমারপাড়া, আলুপট্টি থেকে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তালাইমারি মোড় থেকে প্রচার মিছিল বের হয়ে সাধুর মোড়ে, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল বের হয়, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভেড়িপাড়ার মোড় থেকে পুলিশ লাইন গেট হয়ে বুলনপুর ঈদগাহ্ মোড়ে, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ঝাউতলার মোড় থেকে সিন্ডবি মোড় ঘুরে ঝাউতলার মোড়ে গিয়ে শেষ হয়, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছির বের হয়, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কাস্টমের মোড় থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাস্টমের মোড়ে গিয়ে, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মালাদ কলোনি থেকে মিছিল শুরু হয়ে মালদা কলোনি স্কুল মাঠে, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের হয়, ২৬(পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কড়ইতলা মোড় থেকে দায়রা পাকের মোড়ে গিয়ে, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অত্র ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় হতে মিজানের মোড় হয়ে জাহাজ ঘাটে গিয়ে মিছিল শেষ হয় ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা সমূহে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, মোশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, আলিমুল হাসান সজল, মোখলেশুর রহমান কচি, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান পথসভা সমূহের সভাপতিত্ব করেন যথাক্রমে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী মাসুম, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিম, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম। আরো বক্তা রাখেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত জাহিদুল ইসলাম প্রিন্স, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহনেয়াজ সরকার সেডু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় লিটন, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকু, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন আহমেদ জাহাঙ্গীর, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ দপ্তর সম্পাদক হাদিসুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইপফাৎ আরা কামাল, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগ সাধঅরণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন, রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলীমুল হাসান মিঠু।
জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ১২ ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ও ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিকাল সাড়ে ৪টায় কেশবপুর প্রাইমারি স্কুলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা।
আরো বক্তব্য দেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহনেয়াজ সরকার সেডু, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় লিটন।
উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু সহ নেতৃবৃন্দ।
১৮নং (দক্ষিন) ওয়ার্ডের আয়োজনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মজিবর রহমান, রাজশাহী মহানগর আাওয়ামী লীগের সদস্য ইউনুস আলী, বাদশা শেখ, মহানগর যুব লীগের সহসভাপতি মোখলেসুর রহমান মিলনসহ ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর উপশহরে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের সামনে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপশহর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ১৪নং ওয়ার্ড (পূর্ব) মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না ভৌমিক, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি সাফফাত হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক সুমন হোসেন সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় নগরীর মণিচত্বর এলাকার নবরূপ মিষ্টান্ন ভান্ডার হতে কাঁচাবাজার ও মাছ পট্টিতে ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য নজরুল ইসলাম তোতা, ইউনুস আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ সেলিমসহ নেতৃবৃন্দ।
রাজশাহী সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর শাপলা ও শিমুল ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির নামকরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীরা লেখাপড়া ও খেলাধুলায় এগিয়ে গেছে। রাজশাহীতেও নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুটি শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। এরমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষার রয়েছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক প্লট বরাদ্দ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মার্কেটে নারী উদ্যোক্তাদের জন্য বিক্রয়কেন্দ্র স্থাপনে জায়গা বরাদ্দ দেয়া হবে।
মেয়র আরো বলেন, রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কাজ এগিয়ে চলেছে। যার মাধ্যমে সিডিসির সদস্যরা উপকৃত হবে। ইউএনডিপির এলইউপিসি প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি হচ্ছে। এর মাধ্যমে আগামীতে আরও কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে সরকার। একইসাথে ঐক্য ফাউন্ডেশন নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
সভায় বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান এবং শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন, নারী নেত্রী ইয়াসমিন ফেন্সি। শিমুল ক্লাস্টার সুশিলার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় শাপলা ও শিমুল ক্লাস্টারের বিভিন্ন সিডিসির নেতৃবৃন্দ অংশ নেন।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর