অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশের পতাকা

স্পোর্টস ডেস্ক: গত বছর উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিষিদ্ধ ছিলেন। কিন্তু এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নিরপেক্ষ পতাকাতলে তাদের খেলতে দেওয়া হয়েছে। কিন্তু সোমবার প্রথম দিনের ম্যাচে কোর্টের পাশে রাশিয়ান পতাকা উড়তে দেখা গেছে। ইউক্রেন অ্যাম্বাসেডরের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার চলমান অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো আয়োজকরা।
সোমবার ইউক্রেনের ক্যাটেরিনা বাইন্ডলের প্রথম রাউন্ডের ম্যাচ চলছিল। ওই সময় কোর্টের পাশের একটি ঝোপে ঝুলতে থাকা রাশিয়ান পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অবস্থিত ইউক্রেনের অ্যাম্বাসেডরে ভাসিল মিরোশনিচেঙ্কো। টুইটারে তিনি লেখেন, ‘আজ অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনিয়ান টেনিস খেলোয়াড় ক্যাটেরিনা বাইন্ডলের খেলা চলাকালে প্রকাশ্যে রাশিয়ান পতাকার প্রদর্শনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দ্রুত টেনিস অস্ট্রেলিয়াকে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি প্রয়োগের আহ্বান করছি।’
টেনিস অস্ট্রেলিয়া বিষয়টি দ্রুত আমলে নেয় এবং মঙ্গলবার এই দুটি দেশের পতাকা নিষিদ্ধ ঘোষণা করে। তারা এক বিবৃতি দিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ওপেনের আশপাশ থেকে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ। আমাদের প্রাথমিক নীতি ছিল ভক্তরা পতাকা আনতে পারবেন কিন্তু সেগুলো ব্যবহার করে কোনো ব্যাঘাত ঘটাতে পারবেন না। গতকাল একটি ঘটনা ঘটলো, কোর্টের পাশে একটি পতাকা ঝুলছিল। নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর। টেনিস উপভোগ্য করতে সম্ভাব্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় ও আমাদের ভক্তদের সঙ্গে কাজ করে যাবো।’
ইউক্রেনে হামলায় রাশিয়া বেলারুশকে গুরুত্বপূর্ণ স্থলমাধ্যম হিসেবে ব্যবহার করছে। এবার দুই দেশের খেলোয়াড়কেই খেলতে হচ্ছে নিরপেক্ষ পতাকার অধীনে। টিভি ব্রডকাস্টে তাদের নামের পাশে পতাকা দেখানো হচ্ছে না এবং ড্র শিটেও তাদের দেশের নাম নেই।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ