রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

প্রেস বিজ্ঞপ্তিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১০:৩০ মি. অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মোঃ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন। এছাড়াও উপস্থিত  ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। মুখ্য আলোচক তাঁর বক্তব্যে ‘বিশ^ গণমাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন মাত্র সাড়ে তিন বছরের শাসনকালে বঙ্গবন্ধু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। বঙ্গবন্ধু এদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তিনি শিক্ষার্থীদেরকে মেধা ও মননে বিকশিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। শেষে সভার সভাপতি প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ | সময়: ৯:২৮ অপরাহ্ণ | Daily Sunshine