সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচের চেয়ে এদিন আরও দাপুটে বাংলাদেশ। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল যুবারা। শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
ওমানের মাসকটে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। হংকংকে ৪-০ ব্যবধানে হারিয়ে এ প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল দল। শ্রীলঙ্কা যা একটু বাংলাদেশকে আটকে রাখতে পারে, তা শুরুর সাত মিনিট পর্যন্ত। মোহাম্মদ জনি পোস্টের আগল খুলে দেওয়ার পর হাসান, আমিরুল, আলি, হোসেনরা গোল করতে থাকেন মুড়ি-মুড়কির মতো।
চার কোয়ার্টারের ম্যাচে বিরতির আগেই আট গোল করে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও পাঁচবার লক্ষ্যভেদে আনন্দে মাতে দল। শেষ অর্থে আরও এক গোলে বড় জয় নিশ্চিত হয়। দলের জয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ উপহার দেন আমিরুল ইসলাম, হ্যাটট্রিক করেন মোহাম্মদ হাসান। মোহাম্মদ জনি, মোহাম্মদ হোসেইন জোড়া গোল করেন। এক গোল মোহাম্মদ আলির। পুল ‘বি’তে নিজেদের তৃতীয় ম্যাচ ও শেষ ম্যাচে সোমবার উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দল।