সর্বশেষ সংবাদ :

রাবিতে তরুণ নির্মাতা প্রাচ্য পলাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : শিল্পাচার্য জয়নুল আবেদিন-এর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বুধবার বিকেলে এ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে ২৯ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর উন্মুক্ত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রতিশ্রুতিশীল তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নন্দিত অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী, লুৎফর রহমান জর্জ, অবিদ রেহান, রোমানা স্বর্ণা, নিয়ামুল করিম, সাঈদ হোসেন লাভলু, রাজন, লিটন সহ আরো অনেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের থিওরী রুমে অনুষ্ঠিতব্য এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর নির্মাতা প্রাচ্য পলাশ জানান, স্বপ্নহীন মানব জীবন আমাদের সমাজে অনুপস্থিত। মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে, ভালবাসে স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বাঁচতে। অথচ সমাজে বসবাসরত মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিদিন ঘটে যাওয়া বহু স্বপ্নভঙ্গের ঘটনা সমাজপতিদের দৃষ্টিগোচর হয় না। মানব জীবনের এমন কিছু স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের গল্পই প্রধান উপজীব্য এ চলচ্চিত্রের।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্পকথা’র সম্পাদক ড. হীরা সোবাহান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়মিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী নানান আয়োজনে উদযাপন হয়ে থাকে। এবারের আয়োজনের নতুন মাত্রা হলো তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও নগরীর চলচ্চিত্র প্রেমিরা অংশগ্রহণ করেন।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ