সর্বশেষ সংবাদ :

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কোহেন আর নেই

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য জর্জ কোহেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সাবেক এই রাইট-ব্যাক ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন ফুলহ্যামে। ইংলিশ ক্লাবটিই শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৬৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৩৭টি ম্যাচ খেলেন কোহেন। দেশের মাটিতে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সেবার ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড।
এতদিন ওই বিশ্বকাপ জয়ী স্কোয়াডের তিন জীবিত খেলোয়াড়ের একজন ছিলেন কোহেন, অন্য দুজন হলেন ববি চার্লটন ও জিওফ হার্স্ট। সাবেক সতীর্থের মৃত্যুতে শোকাহত হার্স্ট টুইটারে লিখেছেন, “শুনে খুব খারাপ লাগছে যে আমার বন্ধু ও সতীর্থ জর্জ কোহেন মারা গেছে। কিছু ব্যতিক্রম ছাড়া, সবাই সবসময় বলেছে যে জর্জ দারুণ একজন মানুষ ছিল।”


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ