সর্বশেষ সংবাদ :

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের আচিনঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর পুকুরে শত্রুতামূলক বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় পনের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মহব্বত হোসেন বাগমারা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
জানা যায়, উপজেলার গণিপুর ইউনিয়নের আচিনঘাট গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে মোহনগঞ্জ-মাদারিগঞ্জ বাজারের ব্যবসায়ী মহব্বত হোসেন পার্শ্ববতি রঘুপাড়া গ্রামে বড় পুকুরে মাছের চাষ করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি মাছ চাষ করে আসছেন। শত্রুতামূলক বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী শত্রুতামূলক বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরের মাছ মরে ভেসে ওঠা দেখে গ্রামের মহব্বত হোসেন কে খবর দেয়। খবর পেয়ে ব্যবসায়ী মহব্বত হোসেন তার পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠছে এমন অবস্থা দেখতে পায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মহব্বত হোসেন বলেন, শত্রুতামূলক বিষ প্রয়োগে তার প্রায় পনের লাখ টাকার ক্ষতি হয়েছে। যোগাযোগ করা হলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান বলেন,পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় একটি সাধারন ডায়েরী হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ