সর্বশেষ সংবাদ :

চারঘাটে দুই খুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচাত দুই ভাই নিহতের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুইপক্ষের ছয়জনকে গ্রেফতার করেছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে লাশ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার বিকালে চারঘাট উপজেলার বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে আবদুল আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০) নামের দুজন নিহত হন। সম্পর্কে তারা চাচাতো ভাই। আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই তাদের দুজনের বিরোধ চলে আসছিল। নিহত আবদুল আজিজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
চারঘাট থানার ওসি মাহববুবুল আলম জানান, আবদুল আজিজ নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী রুবিনা বেগম শনিবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ২৭ জন। মামলায় অজ্ঞাত আসামি আছে আরও ৭-৮ জন। এ মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে আকরাম হোসেনের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী ময়মুনা বেগমও রাতেই একটি মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ২১ জন। অজ্ঞাত আসামি আছে আরও ৬-৭ জন। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদেরও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। দুই মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় হাসুয়ার কোপে দুই চাচাতো ভাই আবদুল আজিজ (৫০) ও আকরাম আলী (৫৫) নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়াই বিঘা জমি নিয়ে দুই চাচাতো ভাই আবদুল আজিজ ও আকরাম আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার চেষ্টা করেও মীমাংসা হয়নি। সবশেষ শনিবার বিকেলে জমিতে সার দিতে যান আকরাম আলী। তাতে বাধা দেন আবদুল আজিজ। এ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের আরও লোকজন এসে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে আবদুল আজিজ ও আকরাম আলীসহ বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধায় কর্তব্যরত চিকিৎসক তমলিকা সরকার তাদের মৃত ঘোষণা করেন।


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর