সর্বশেষ সংবাদ :

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএমডিএ’র আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার : 

শোকাবহ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রথমে কোরআন তেলাওয়াত, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।  ১৪ ডিসেম্বর (বুধবার) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে ১নং সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বিএমডিএ সচিব মো শরিফ আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ( চলতি) তোফাজ্জল আলী সরকার, প্রকৌশলী মোঃ নাজমুল হুদা, বিএমডিএ ডিপ্লোমা ইজ্ঞিয়ারস এ্যাসোসিয়েশন, সভাপত্বি মোঃ কামরুল আলম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, মোঃ মুক্তাদিউর রহমান সভাপতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পারিষদ, বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মোঃ মেসবাউল হক ও অর্থ সম্পাদক মোঃ মামুন হোসেন সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

সানশাইন / শামি

 


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ | সময়: ১০:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine