সর্বশেষ সংবাদ :

ওপেনিংয়ে জাকির-জয়, নেই তাসকিন, সোহানকে নিয়ে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন জাকির হাসান। প্রথমবার জাতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া জাকিরের ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে বুধবার। তাকে স্কোয়াডে পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান কোচ তামিমের ছায়া খুঁজে পেয়েছেন জাকিরের ব্যাটিংয়ে। টপ অর্ডারের রান খরা কাটাতে তরুণ ব্যাটসম্যানের ওপর আস্থা রাখছেন কোচ।
সঙ্গে অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়ের ওপর থেকে আস্থার হাত সরাচ্ছে না কোচ। টপ অর্ডারে এই দুই তরুণের ওপর পূর্ণ আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তাদেরকে লম্বা সময় সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে চায় দল। মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতিতে ব্যাট হাতে নেটে দীর্ঘ সময় কাটিয়েছেন জয়-জাকির। দিনের শুরুতে হালকা ফুটবল খেলে গা গরমের পর দুজনকে পাওয়া যায় দুই নেটে। জাকির ছিলেন মাঠের পূর্ব দিকের নেটে। জয় পশ্চিমে। জাকির শুরুতে থ্রো ডাউন খেলেন। জয় শুরুতে স্পিনারদের। পরে পেসারদের।
তামিমের অনুপস্থিতি ও টপ অর্ডারের অফফর্মের কারণে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া জাকির হাসানকে ডাকা হয়েছে চট্টগ্রাম টেস্টে। ২০২১ বর্ষপঞ্জিকায় এক হাজার রান করে আলোচনায় আসেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। এবার ঘরোয়া ক্রিকেটে ৪৪২ রান করে নিজের অবস্থান শক্ত করেন।
এরপর ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তার ম্যাচ বাঁচানো ও মাটি কামড়ানো ১৭৩ রানের অবিশ্বাস্য ইনিংসে খুলে যায় জাতীয় দলের দরজা। জয়ও রান পাচ্ছেন না কোথাও। জাতীয় ক্রিকেট লিগ, ‘এ’ দলের ভারত সফর, ভারত ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ; কোথাও রান নেই। তবে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের ওপর পূর্ণ আস্থা ডমিঙ্গোর। দুজনকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রধান কোচ, ‘জাকিরকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। দারুণ প্রাণচঞ্চল। ঘরোয়া ক্রিকেটে কি করেছে সে সম্পর্কে আমি অবগত। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছে। ব্যাটিংয়ে তার রান খোঁজার প্রক্রিয়া আমার মনে ধরেছে। অনেকটাই তামিমের মতোই মনে হয় তাকে। সুন্দর এবং ইতিবাচক। আশা করছি আগামীকাল খুব ভালো এবং দ্রুত রান তুলতে পারবে সে।’
‘টেস্ট ক্রিকেটে এক-দেড় বছরে সে (জয়) ভালো নৈপুণ্য দেখিয়েছে। দুটি সেঞ্চুরি আছে তার। একটি শ্রীলঙ্কার বিপক্ষেও। টপ অর্ডারে তার মতো একজন তরুণের ব্যাটিং করা কঠিন। জয় ও জাকির সহজাত ওপেনার নন। তারা ৩ বা ৪ নম্বরে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাদের মতো তরুণদের জন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। ১, ২, ৩ নম্বরে ব্যাটিং করা সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খুব কঠিন কাজ। আশা করছি তারা আস্থার প্রতিদান দেবে যেন কোচ, নির্বাচকরা স্থির হতে পারে।’
ওপেনিংয়ে দুজনকে থিতু করলেও উদ্বেগ আছে আরও। তিনে ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা নাজমুল হোসেন শান্তর ব্যাটেও রান নেই। ধারাবাহিক তিন ফরম্যাটে খেললেও শান্ত মেলে ধরতে পারছেন না নিজেকে। শুরুতে ব্যাটিংয়ে নেমে কঠিন সময় কাটিয়ে দিলেও পরবর্তীতে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছেন। ডমিঙ্গোর চোখেও তা ধরা পড়েছে দৃষ্টিকটুভাবে, ‘এটা উদ্বেগের। সে ২০-৩০ রানে বেশ কয়েকবারই আউট হয়েছে। এটা নিয়ে সে নিজেও চিন্তিত এবং আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলেছি।’
এদিকে চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে দেখা যাবে কাজী নুরুল হাসান সোহানকে। ইয়াসির আলী রাব্বী ইনজুরি থেকে ফিরলেও তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। সোহান ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই টেস্টে দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাকে আরেকবার সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে চায় দল। ডমিঙ্গো তাকে নিয়ে বলেছেন, ‘সোহান ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। দারুণ সামর্থ্য দেখিয়েছে। সে ভালো একজন কিপারও। উইকেটের পেছনে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ চরিত্র প্রদর্শন করে। বেশ কথা বলে। একাদশে তার জায়গা প্রাপ্য। আমি কিপার হিসেবে তাকে দলে পেতে চাই। তার টেস্ট গড়ও ৪০ এর আশেপাশে (আসলে ২৮.১৬)। কিন্তু সে ভালো করেছে। আমরা তাকে নিয়েই নামবো।’
বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। তাইজুল ও মিরাজের সঙ্গে হাত ঘোরাবেন সাকিব। দুই পেসার ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ। ইনজুরি থেকে মাত্রই ফেরায় তাসকিন ওয়ার্ক লোড ম্যানেজমেন্টে উতরাতে পারেননি। সেজন্য তাকে চট্টগ্রাম টেস্টে নামিয়ে ঝুঁকি নিচ্ছে না।
ডমিঙ্গো বলেছেন, ‘আমরা প্রথম টেস্টে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না। সে বিরতি দিয়ে ফিরে এসেছে এবং বেশি কিছু ইনজেকশনও নিয়েছে। এই অবস্থায় তাকে দেড়দিন চট্টগ্রামের কন্ডিশনে বোলিং করানোটা তার জন্য ভালো হবে না।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাশ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ | সময়: ৬:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ