সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে রেমি খাতুন (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নশরতপুর ইউনিয়নের সাকোঁয়া অর্জুণ গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রেমি খাতুন ওই গ্রামের রুবেল আকন্দের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা যায়, গত ৬ বছর আগে রুবেল আকন্দের সঙ্গে বিবাহে আবদ্ধ হোন রেমি খাতুন। বিবাহের পর তাদের এক শিশু কন্যার জন্ম হয়। তিন মাস আগে তার স্বামী রুবেল আকন্দ কর্মক্ষেত্রে সৌদি আরবে পাড়ি দেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ কোন বিষয়ে স্বামীর সঙ্গে মনমালিন্য হয় রেমি খাতুনের। একপর্যায়ে সবার অজান্তে একটি ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৪ টায় তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, রেমি খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ