সর্বশেষ সংবাদ :

বিজয়ের মাস ডিসেম্বর

সানশাইন ডেস্ক : চূড়ান্ত বিজয় অর্জনের মাত্র ১০ দিন পূর্বে একাত্তরের এই দিনে- দখলদার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গণে বিজয় নিশ্চিত করে দেশের ৬ জেলার দুর্বার মুক্তিবাহিনী। বিজয়ের চূড়ান্ত লগ্ন না হলেও ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ছয়টি জেলায় ওড়ানো হয় লাল সবুজের বিজয় নিশান।
একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় ফেনী, হবিগঞ্জ, যশোর, কুড়িগ্রাম, মেহেরপুর জেলা এবং শেরপুরের শ্রীবরদী উপজেলা। চূড়ান্ত বিজয় না হলেও, সেদিন এই জেলাগুলোয় ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বিজয়ের নিশান উড়িয়ে উল্লাস করে স্বাধীনতাকামী বাঙালিরা। ফেনী অঞ্চলের মুক্তিবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে নানা অভিযানে বিপর্যস্ত হয়ে পড়ে পাক হানাদার বাহিনী। দিশেহারা হয়ে ৫ই ডিসেম্বর রাতে কুমিল্লার দিকে পালিয়ে যায় হানাদাররা। পরের দিন ৬ই ডিসেম্বর সকালে জাফর ইমামের নেতৃত্বে সার্কিট হাউজের সামনে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে আনন্দ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। এছাড়া, ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় উত্তরের জেলা কুড়িগ্রাম। জেলা শহরে পাকসেনাদের ঘাঁটিতে মিত্র বাহিনীর বিমান হামলার পাশাপাশি অভিযানের নেতৃত্ব দেন


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ