ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস আজ

স্টাফ রিপোর্টার : আজ ২৫ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীতে স্বাধীনতাকামী ১৭ জন মানুষকে পাকিস্তানী হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন এলাকা থেকে তাদের দঁড়িতে বাঁধা লাশ উদ্ধার করা হয়।
দিবসটি পালনে প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় বাবলাবন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে স্মরণ সমাবেশ ও দোয়া মাহফিল।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ