রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে পৃথক চারটি অভিযানে ৭৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। রবিবার রাতে শিবগঞ্জ ও ভোলাহাটে পৃথক অভিযান চালিয়ে ৭৬ বোতল মদ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে সোনামসজিদ বিওপির পিরোজপুরে ২৬ বোতল ও বালিয়াদিঘী নামক স্থানে ৯ বোতল এবং চামুচা মাঠ থেকে ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।অন্যদিকে অপর অভিযানে ভোলাহাট নামক স্থানে মালিকবিহীন ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।এই চারটি ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির পৃথক দুটি অভিযানে শিবগঞ্জের রামনাথপুর গ্রাম থেকে ১০ বোতল ভারতীয় মদ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের আলীমনগর গ্রাম থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।