শনিবার, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টারঃ
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএনপি নেতারা গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন।সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটনোর জন্য নেতারা মঞ্চ প্রস্তুতের বিভিন্ন কাজ ঘুরে দেখেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাজশাহীর বিএনপি নেতারা।
এ সময় বিএনপি নেতা শফিকুল হক মিলন বলেন, খালেদা জিয়ার নির্দেশে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে এ সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে সরকার পতনের ডাক দেওয়া হবে। তাই রাজশাহীর গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী ও মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।
সানশাইন/টিএ