সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে নৌকায় ভোট চেয়ে জেলা ও নগর আ’ লীগের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার আসন্ন উপ-নির্বাচনে নৌকায় ভোট চেয়ে প্রচার মিছিল করেছে রাজশাহী নগর ও জেলা আওয়ামী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রোববার বিকেলে প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন নগর ও জেলা আওয়ামী লীগের নেতারা।
বক্তারা বলেন, নৌকা উন্নয়ন ও শান্তির প্রতীক। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেভাবে উন্নয়ন সাধিত হয়েছে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
প্রচার মিছিলে অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাবলু, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, সদস্য আব্দুর রাজ্জাক, পুঠিয়ার ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজেদুর রহমান মিঠুর বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাবলু, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, পুঠিয়ার ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান প্রমূখ।


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ