পবার নওহাটা পৌরসভায় টিএলসিসি’র মতবিনিময় সভা

পবা প্রতিনিধিঃ

রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় নগর উন্নয়ন অবকাঠামো সমন্বয়ক সভা (টিএলসিসি) এর নাগরিক পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নওহাটা পৌরসভা চত্বরে এ.ডি.বি থেকে আগত কর্মকর্তাবৃন্দদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন এ.ডি.বি মিশন লিডার লক্ষী শর্মা, সিনিয়র প্রকল্প পরিচালক অমিত দত্ত রায়, প্রকল্প পরিচালক ইউজিপি-৩ এ.কে এম রেজাউল ইসলাম, এডিবি কর্মকর্তা রাফিউল ইসলাম।

 

 

 

নওহাটা পৌরসভার সার্বিক উন্নয়নে ও জনগণের সেবার লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। পৌরসভার টেক্স ও ননটেক্স অর্জিত অর্থ ব্যয়, আগামী দিনের প্রাপ্যতা এবং রাস্তা-ঘাটসহ সার্বিক বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পৌর নির্বাহী প্রকৌশলী সাজাহান আলী। সেবা সম্পর্কিত বক্তব্য রাখেন নওশাদ আলী।

 

 

 

উন্মুক্ত আলোচনায় এলাকার অবস্থা তুলে ধরে কাঙ্খিত উন্নয়ন প্রত্যাশায় বক্তব্য রাখেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী দেওয়ান, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন, নওহাটা পৌর প্যানেল-১ মেয়র আজিজুল হক, পৌর প্যানেল-২ দিদার হোসেন ভুলু, পবা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, নওহাটা পৌর নগর উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ | সময়: ৮:১০ অপরাহ্ণ | Daily Sunshine