সর্বশেষ সংবাদ :

বাঘায় জেলা হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে। জাতীয় চার নেতার সরণে বৃহস্পতিবার বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। বিকাল ৪টায় শোক র‌্যালী শেষে উপজেলা সৈনিকলীগ লীগের সভাপতি আনোয়ার হোসেন মিলটনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

 

 

 

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান পাপ্পু, রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি রোকুনুজ্জামান রিন্টু,বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সাধারণ সম্পাদক আবু লাহাব, বাউসা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি শিশুল সরকার,বাজুবাঘা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগ সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন জাতীয় চার নেতা। ঘাতকরা কোন কিছুর বিনিময়ে তাদেরকে নড়াতে পারেনি। কারন তারা ছিলেন প্রকৃত দেশ প্রেমিক। ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা-বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এ ছাড়াও গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও রাজশাহীর গর্ব এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা করেছিলো। আমরা এই দিনটির কথা কোন দিন ভুলবনা। কারণ বাংলাদেশের উষা লগ্নে তাঁরাই প্রথম বীজ বোপন করে ছিলেন।

 

 

 

 

 

 

 

আমরা গভীর শোক আর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় এই চার নেতাকে।শোক ল্যালীটি বাঘার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষীন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ | সময়: ৯:৫২ অপরাহ্ণ | Daily Sunshine